মুনশি মুহাম্মদ আরমান
ব্যর্থতায় জীবনটা বিষিয়ে ওঠা, ফের ধীরে ধীরে সাফল্যের শ্রেষ্ঠ চূড়ায় পৌঁছানো। বাংলা ভাষা ও সংস্কৃতির বর্তমান বেহাল দশা ও আধুনিক ফ্যাশন, প্রেম-বিরহসহ দুর্বিষহ জীবনযাত্রার কথা নিয়ে বাজারে এসেছে ‘রক্তাক্ত চিঠি’।
কথাসাহিত্যিক মনজুর-এ এলাহীর প্রথম উপন্যাসটি প্রকাশ করেছে নিখিল প্রকাশন। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।
মাহবুব রহমানের আঁকা প্রচ্ছদে বইটি সমাজের বিচিত্র অবস্থা এবং তা থেকে উত্তরণের গল্প তুলে ধরা হয়েছে। বইটি পাঠকমহলে সমাদৃত হবে বলে আশা করছেন লেখক ও প্রকাশক।
কথাসাহিত্যিক মনজুর-এ এলাহীর প্রথম উপন্যাসটি প্রকাশ করেছে নিখিল প্রকাশন। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।
মাহবুব রহমানের আঁকা প্রচ্ছদে বইটি সমাজের বিচিত্র অবস্থা এবং তা থেকে উত্তরণের গল্প তুলে ধরা হয়েছে। বইটি পাঠকমহলে সমাদৃত হবে বলে আশা করছেন লেখক ও প্রকাশক।
No comments:
Post a Comment