নাজমুল হোসাইন আকাশ
বালিকা আমার হৃদয়খানা
দিয়ে দিলাম তোকে,
বালিকা আমার এই হৃদয়ে
তোর নামে ফুল ফোটে।
বালিকা আমার বুকের ভেতর
তোর ছবিটা আঁকা,
বালিকা আমার বুক পকেটে
চিরকুটে প্রেম রাখা।
বালিকা আমার সবটুকু প্রেম
সঁপেছি তোর কাছে,
বালিকা আমার অভিমানী মন
খুব লুকিয়ে কাঁদে।
বালিকা আমার কবিতার আকাশ
দিয়ে দিলাম তোকে,
বালিকা আমি মেঘ বুনি তোর
কাজল আঁকা চোখে।
No comments:
Post a Comment