• Natun Khabar

    Prothom alo, Kaler kantho, Samakal er moto sob dhoroner news paben

    Sunday, January 15, 2017

    নবীনদের জন্য লেখকবাড়ির উদ্যোগ



     সাহিত্য ডেস্ক
    নবীনদের জন্য লেখকবাড়ির উদ্যোগ
    আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০১৭। প্রতিবছরের মতো এবছরও প্রবীণদের পাশাপাশি নবীনদের বই বের হচ্ছে। প্রবীণদের তুলনায় বরাবরই নবীনরা থেকে যান প্রচারণার আড়ালে। ফলে তারুণদের মূল্যবান গল্প, উপন্যাস এবং কবিতা পাঠকের দোরগোড়ায় সহজে পৌঁছায় না। 

    নবীনদের বই প্রচারে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘লেখকবাড়ি’। নবীন লেখকের প্রকাশিতব্য বইয়ের প্রচ্ছদ, সংক্ষিপ্ত সূচি, বইয়ের নাম, লেখক বা অনুবাদকের নাম, সংক্ষিপ্ত পরিচিতি, প্রকাশক, মূল্য, পৃষ্ঠাসংখ্যাসহ বইয়ের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিতে হবে।

    এ জন্য নবীন লেখককে নিজের বইয়ের প্রচারের জন্য লেখকবাড়ির ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করতে হবে। ‘লেখকবাড়ি’র ফেসবুক পেজ : www.facebook.com/lekhokbari. এছাড়া lekhokbari@gmail.com ঠিকানায় পাঠাতে পারবেন।

    No comments:

    Post a Comment

    National

    International

    Entertainment