• Natun Khabar

    Prothom alo, Kaler kantho, Samakal er moto sob dhoroner news paben

    Sunday, January 15, 2017

    পিজিয়নে ওয়েস্টার্ন থিমের হুডি



     লাইফস্টাইল ডেস্ক
    পিজিয়নে ওয়েস্টার্ন থিমের হুডি
    সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যায় ফ্যাশন। ষড়ঋতুর পালাবদলে পাল্টায় ফ্যাশন হাউসগুলোর আয়োজনও। এই শীতে তারুণ্যের ফ্যাশন হাউস পিজিয়ন নিয়ে এসেছে দুর্দান্ত ডিজাইনের সব হুডি। এসব হুডির ডিজাইনে প্রাধান্য পেয়েছে ওয়েস্টার্ন থিম।

    পিজিয়নে আরো রয়েছে ফুলস্লিভ পলো এবং ফুলস্লিভ টি শার্ট। এক্সপোর্ট কোয়ালিটি পলো টি-শার্টগুলো শতভাগ কটন কাপড়ের তৈরি। পিজিয়নের পোশাকের সবচেয়ে বড় বিশেষত্ব হলো অল্প দামে সেরা মানের পোশাক।

    ঢাকার নিউমার্কেট, নূরজাহান মার্কেট, ধানমন্ডির বিভিন্ন শপিংমল, মিরপুরসহ শহরের প্রায় প্রতিটি মার্কেটে এবং দেশের বিভিন্ন জেলা শহরের মার্কেটগুলোতে রয়েছে পিজিয়নের ডিলার। একমাত্র পাইকারি ও খুচরা বিক্রয়কেন্দ্র : বাড়ি ২, রোড ৩, মিরপুর অরিজিনাল ১০, ঢাকা। মোবাইল: ০১৭১২-১৯৩০৫১।

    No comments:

    Post a Comment

    National

    International

    Entertainment