• Natun Khabar

    Prothom alo, Kaler kantho, Samakal er moto sob dhoroner news paben

    Tuesday, January 10, 2017

    ওম পুরির মৃত্যু নিয়ে রহস্য!

    ওম পুরির মৃত্যু নিয়ে রহস্য!
    উপমহাদেশের দাপুটে অভিনেতা ওম পুরি মারা গেছেন গেল শুক্রবার (৬ জানুয়ারি)। হৃদরোগে আক্রান্ত হয়ে ঘুমের ভেতরই তিনি মারা যান বলে খবরও প্রকাশ পায়।

    কিন্তু তার মৃত্যু নিয়ে ঝটলার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল নানা কথা ছড়ায় ওম পুরির মৃত্যু নিয়ে। সেসব গুঞ্জনের ভিড়ে চাঞ্চল্যকর এক তথ্য জানালো মুম্বাই পুলিশ।

    ময়নাতদন্তের বরাত দিয়ে মুম্বাই পুলিশ জানায়, ওম পুরির মাথার বাম দিকে আঘাতের প্রমাণ পাওয়া গেছে। তার মৃত্যু স্বাভাবিক ছিল না। আর এর মাধ্যমে ওম পুরির মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।

    তার পরিবারকে এ ব্যাপারে শিগগির জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে। মুম্বাই পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘আপাতত দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা করা হয়েছে। তবে এ বিষয়ে আরও বিশদভাবে তদন্ত হবে। তার ঘনিষ্ঠ অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এ নিয়ে রহস্যের কিছু নেই। দ্রুতই আমরা তদন্ত করে বিষয়টি পরিষ্কার করবো।’

    No comments:

    Post a Comment

    National

    International

    Entertainment