• Natun Khabar

    Prothom alo, Kaler kantho, Samakal er moto sob dhoroner news paben

    Tuesday, January 10, 2017

    সোশ্যাল মিডিয়া এক্সপো শুরু ৩ ফেব্রুয়ারি

     নিজস্ব প্রতিবেদক

    সোশ্যাল মিডিয়া এক্সপো শুরু ৩ ফেব্রুয়ারি
    দেশের তরুণ-তরুণীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বাড়াতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোশ্যাল মিডিয়া এক্সপো- ২০১৭। আওয়ার বাংলাদেশ স্লোগানে আগামী ৩-৪ ফেব্রুয়ারি ঢাকার সামরিক জাদুঘর প্রাঙ্গনে বসছে এই আয়োজন।

    দুই দিনব্যাপী এই মেলা যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ভার্ব ইভেন্টস।

    আয়োজকরা জানান, এই আয়োজনে সচেতনতা তৈরির পাশাপাশি থাকছে ইন্টারনেটের বহুবিধ ব্যবহার সম্পর্কে বিভিন্ন কার্যক্রম। মেলায় সাইবার আইন ও অপরাধ, ই-লার্নিং, ই-হেলথ, ই-সিকিউরিটিসহ আরও বিভিন্ন বিষয়ে জানানো ও সচেতনতামূলক কার্যক্রম রয়েছে।

    এ ছাড়া বাংলাদেশের তৃণমূল মানুষের কাছে ইন্টারনেট, কম্পিউটার এসব বিষয়ে জ্ঞান ছড়িয়ে দিতে এ মেলায় ওয়েবসাইটভিত্তিক ‘ইন্টারনেট লিটারেসি সেন্টার’ এর উদ্বোধন, ফেসবুকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বাংলা ভাষাকে ফেসবুকের অপারেটিং ল্যাংগুয়েজ হিসেবে তালিকাভুক্ত করায় ফেসবুককে ধন্যবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা ভাষার ব্যবহার সহজতর করা এবং বাংলায় সামাজিক ভাষার ব্যাবহার সহজ করায় অভ্রকে ধন্যবাদ জানানো হবে।

    No comments:

    Post a Comment

    National

    International

    Entertainment