• Natun Khabar

    Prothom alo, Kaler kantho, Samakal er moto sob dhoroner news paben

    Sunday, January 15, 2017

    লা মেরিডিয়ান ঢাকায় পিঠা উৎসব



     লাইফস্টাইল ডেস্ক

    লা মেরিডিয়ান ঢাকায় পিঠা উৎসব
    কুয়াশায় ঢাকা সকালে কিংবা সন্ধ্যায় হিমেল বাতাসে মৌ মৌ করা নানান স্বাদের মুখরোচক পিঠার স্বাদ নেয়া ভোজনবিলাসী বাঙালির ঐতিহ্যের একটি অংশ। শীত মানেই উৎসব, আর এ উৎসবকে আরো রঙিন করতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে তিনদিনব্যাপী পিঠা উৎসব।  

    রেগুলার বুফে ডিনারের সাথে তিনদিনব্যাপী এই আয়োজনের পুরোটা জুড়েই থাকবে বাহারি পিঠার এক বিশাল আয়োজন। লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে অতিথিরা এই আয়োজন উপভোগ করতে পারবেন আগামী ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত।   

    সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১১.৩০ টা পর্যন্ত লা মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে জনপ্রতি ৩৬০০++ টাকায় বুফে ডিনারের সাথে পিঠার এই বিশেষ অফার উপভোগ করা যাবে।    

    এছাড়াও অতিথিদের জন্যে ল্যাটিটিউড ২৩ লবি লাউঞ্জে ২৪ ঘন্টাই থাকবে পিঠার কম্বো প্লেট (৩ টি পিঠা + মাসালা টি অথবা কোমল পানীয়)। প্রতি কম্বো প্লেট ৫৫০++ টাকায় এই অফার উপভোগ করা যাবে। 

    উৎসবে দেশীয় ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি ফ্রান্স, ভারত, ইটালির মাস্টার শেফদের রেসিপির সংমিশ্রণে পিঠার নতুন নতুন সংস্করণও পরিবেশন করা হবে। 

    বিস্তারিত জানতে ০১৯৯০৯০০৯০০ অথবা ০১৭৬৬৬৬৭৩৪৪৩ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

    No comments:

    Post a Comment

    National

    International

    Entertainment