• Natun Khabar

    Prothom alo, Kaler kantho, Samakal er moto sob dhoroner news paben

    Monday, January 30, 2017

    সাঁওতাল পল্লীতে আগুন দেয় তিন পুলিশ



     নিজস্ব প্রতিবেদক
    সাঁওতাল পল্লীতে আগুন দেয় তিন পুলিশ
    সাঁওতাল পল্লীতে আগুন লাগানোর ঘটনায় এক পুলিশ সদস্য ও গোয়েন্দা পুলিশের (ডিবি) দুইজনসহ মোট তিন পুলিশ জড়িত। এ সংক্রান্ত একটি প্রতিবেদন রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করেন বিচারক। সোমবার এ তথ্য জানা যায়। 

    মূল প্রতিবেদন ৬৫ পৃষ্ঠার। এছাড়া সাক্ষীদের জবানবন্দি ও অনুসন্ধান প্রতিবেদন এক হাজার পৃষ্ঠার। 

    সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। 

    No comments:

    Post a Comment

    National

    International

    Entertainment