বিশ্বের সব বিমান বন্দরের টয়লেটগুলোতে টয়লেট পেপার সাজানো থাকলেও যাত্রীদের স্মার্টফোন পরিষ্কারের জন্য কোনো ব্যবস্থা থাকে না। এ সমস্যা সমাধানে এগিয়ে এলেন জাপান। টোকিও`র নারিতা এয়ারপোর্টের যাত্রীদের জন্য শৌচালয়ে টয়লেট পেপার রাখার পাশাপাশি স্মার্টফোন পরিষ্কারের জন্যও টয়লেট পেপার রাখা হয়েছে। জাপানিরা বিষয়টিকে সভ্যতার আরেকটি নিদর্শন বলে মনে করছেন।
টোকিওর হারাগুচি মাকাহাচি বলেন, নারিতায় এই ব্যবস্থা প্রবর্তনের পর আমরা আশা করি পৃথিবীর সব বিমান বন্দর এর আওতায় আসবে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নারিতা এয়ারপোর্টে শৌচালয়ের যে জায়গায় টয়লেট পেপার রাখার রোল থাকে, তার ঠিক পাশেই আর একটি রোলে স্মার্টফোনের জন্য টয়লেট পেপার রাখা হয়েছে। প্রকৃতির ডাকে সাড়া দেয়ার পাশাপাশি এয়ারপোর্টে আসা মানুষ যাতে নিজের স্মার্টফোনটিকেও পরিষ্কার করে নিতে পারেন তার জন্যই এ ব্যবস্থা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্মার্টফোন টয়লেট পেপার শুধু ফোনের কথা ভেবেই তৈরি করা হয়েছে। এটি দিয়ে স্মার্টফোনের স্ক্রিন পরিষ্কার করা যাবে। শুধু তাই নয়, এই পেপারের উপরে ওয়াইফাই স্পট সংক্রান্ত নানা কথা লেখা রয়েছে।
এছাড়া ভ্রমণ সংক্রান্ত নানা টিপসও দেয়া হয়েছে। জাপানের টেলিকম কোম্পানি এনটিটি ডোকোমোর উদ্যোগে গোটা নারিতা এয়ারপোর্টে ৮৬টি স্মার্টফোন পরিষ্কারক টয়লেট পেপারের স্টল বসানো হয়েছে। আগামী বছরের মার্চ পর্যন্ত স্টলগুলো বসানো থাকবে।
No comments:
Post a Comment