• Natun Khabar

    Prothom alo, Kaler kantho, Samakal er moto sob dhoroner news paben

    Thursday, December 29, 2016

    নবাবী স্টাইলে চমকে দিলেন শাকিব খান



     বিনোদন প্রতিবেদক

    নবাবী স্টাইলে চমকে দিলেন শাকিব খান
    ‘শিকারী’ ছবিতে ওজন কমিয়ে, চুলের স্টাইল পাল্টিয়ে পর্দায় এসেছিলেন চিত্রনায়ক শাকিব খান। ছবিতে শাকিবের সেই লুক ব্যাপক প্রশংসিত হয়েছিল।

    বর্তমানে শাকিব খান ‘নবাব’ ছবির শুটিং করছেন। নতুন খবর হচ্ছে, এই ছবিতেও পাওয়া যাবে শাকিবের ভিন্ন এক লুক। মুখে খোঁচা খোঁচা দাঁড়ি, নবাবী স্টাইলে গোঁফ, আকর্ষণীয় হ্যান্ডসাম ফিগার! দেখেই মনে হবে শাকিবের বয়স ২৫ বছর! তার এই নতুন লুক যে কেউ দেখেই চমকে উঠবেন!

    জানা গেছে, বর্তমানে শাকিব খান ‘নবাব’ ছবির শুটিং চলছে ইন্ডিয়াতে। সেখানে নবাবের শুটিং শেষ করে শাকিব দু’তিন দিনের জন্য দেশে আসবেন আগামী ২ জানুয়ারি। তারপর আবার উড়াল দেবেন থাইল্যান্ডে। সেখানেই হবে নবাব ছবির ক্যামেরা ক্লোজ।

    যৌথ প্রযোজনায় ‘নবাব’ ছবিটি পরিচালনা করছেন জয়দেব মুখার্জি। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী। আগামী ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    No comments:

    Post a Comment

    National

    International

    Entertainment