• Natun Khabar

    Prothom alo, Kaler kantho, Samakal er moto sob dhoroner news paben

    Thursday, December 29, 2016

    জেএসসি-জেডিসিতে পাসের হার ৯২.৩৩, পিইসিতে ৯২.৮৯



     নিজস্ব প্রতিবেদক

    জেএসসি-জেডিসিতে পাসের হার ৯২.৩৩, পিইসিতে ৯২.৮৯
    প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর পিইসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

    জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ এবং পিইসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ।

    পিইসিতে পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৯ লাখ ৯৩ হাজার ৬১৬ জন। পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন। পাসের হার ৯২ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন। ৬ হাজার ২৪৭টি প্রতিষ্ঠান শতভাগ পাস করা।

    শিক্ষামন্ত্রী জানান, ছাত্র-ছাত্রীর পার্থক্য। ছাত্রদের সংখ্যা ১০ লাখ ৯৬ হাজার ৫২২ জন আর ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৫০ হাজার ৪৩৭ জন। তিনি বলেন, বিদেশে আমাদের কেন্দ্র ৮টি। সেখানে পরীক্ষা দিয়েছিল ৬২৬ জন, পাস করেছে ৬২৩ জন।

    মন্ত্রী জানান, মাদ্রাসায় ৩ লাখ ৫৩ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থী ছিল। পাস করেছে ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন। জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৫৮৯ জন। শতভাগ ৩ হাজার ২০৩টি।


    উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে শুরু হয় প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা। সারা দেশে ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে এবার ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

    অন্যদিকে, গত ১ নভেম্বর থেকে শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। জেএসসিতে এবার ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন এবং জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

    No comments:

    Post a Comment

    National

    International

    Entertainment